REPORTING FACTS , NOT FICTION

6/recent/ticker-posts

আমায় তুমি ফিরিয়ে নিও, ফুরিয়ে যাবার আগে


বর্তমানে আমরা সবাই এক সংকটময় পরিস্থিতি দিয়ে যাচ্ছি । বিশেষ করে যুবসমাজ । চারিদিকে অশ্লীলতার সমাহার। যেদিকে দুই নয়ন দিয়ে সেদিকে যেন অন্ধকার। আমাদের যুব সমাজ আজ নেশায় মগ্ন  , নারীর শরীর পেতে মগ্ন আর ওদিকে আমাদের পূর্বপুরুষ মাত্র ২১ বছর বয়সে কন্সটান্টিনোপোল তথা বর্তমান ইস্তাম্বুলে জয় করেন সুলতান মেহমুদ। কি রূপ কথা মনে হচ্ছে । স্বাভাবিকভাবে রূপকথা মনে হওয়ারই কথা । তাদের তো আমরা কখনো চিনতে চাইনি , জানতে চাইনি ।


আজ সমাজে আমাদের বোন স্ত্রীদের  আকাশে যেন আর সূর্য উদিত হয় না । তাদের আকাশে এখন আর চাঁদ আলো দেয় না । গোমড়া হয়ে আছে তাদের আকাশ ঘন অন্ধকারে । তারা যে ভুলে গিয়েছে তাদের হায়াকে , প্রকৃতিও হয়তো আর তাদের  কষ্ট দেখে আর অশ্রু ঝরায় না। 


আবহমান প্রকৃত নারীরা ছিল কতটা নম্র ভদ্র, ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য নিজেকে হেফাজত করে রাখত  , ঘরের কাজকে গোলামি মনে করত না কিন্তু কালের পরিক্রমায় তাদের জীবন এখন ভরপুর জাস্ট ফ্রেন্ড , অনলি ফ্রেন্ড দিয়ে । তাদের লাশ পাওয়া যায় লিটনের ফ্ল্যাটে । 


collected


প্রকৃত আসল পুরুষরা হলো আত্মমর্যাদাশীল , দায়িত্বশীল, সব সময় নিজের নফসকে নিয়ন্ত্রণ করে । নারী দেখলেই চোখ নামিয়ে ফেলে। কিন্তু আজ তারা ব্যস্ত পর্ন , মাস্টারবেশন নিয়ে । কতটা গার্লফ্রেন্ড পটানো যায় তা নিয়ে চলে প্রতিযোগিতা । 


 এসব দেখে আমরাও যেন হারিয়ে যাই আমাদের আসল পথ থেকে । প্রায় হারিয়ে ফেলি নিজেকে । আবার হয়তো ফিরে পাই নিজেকে। প্রতিনিয়তই যুদ্ধ চলে নিজের সাথে । সব সময় যেন আমরা প্রার্থনা করি আমার আকাশের যেন সূর্য অস্ত না যায় । 


আর সমাজ সফলতাকে নিয়ে গেছে অন্য জায়গায় । তারা সফলতা মাপে দুনিয়াবী জিনিস দিয়ে । এসব দেখে হয়তো আমাদের এতটাই ব্যর্থ মনে হয় , যেন আমাদের জীবনে ব্যর্থতায় একমাত্র সফলতা । নিজেকে আমরা এতটাই ব্যর্থ মনে করি যেন প্রশান্ত মহাসাগর আমার আঙুল দিয়ে স্পর্শ করলে সেটা মরুভূমি হয়ে যাবে । 


আমরাও তো এই সমাজের অংশ দিন শেষে । তাই প্রতিটা মানুষেরই যেন এই প্রার্থনা থাকে খোদা আমায় তুমি ফিরিয়ে নিও  , ফুরিয়ে যাবার আগে ।

Post a Comment

1 Comments

  1. সফলতার এই বস্তুবাদী সংজ্ঞা আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণ ভিন্নদিকে প্রবাহিত করছে। আল্লাহ বলে দিয়েছে এই দুনিয়া একটি ধাধা ছাড়া কিচ্ছু না, আসল জীবন তো এটা নয়। ভাইয়া আমার সালাম নেবেন, আপনার লেখাগুলো খুব ভালো লাগে।

    ReplyDelete