REPORTING FACTS , NOT FICTION

6/recent/ticker-posts

কিভাবে বুঝবেন আপনি সঠিক ইসলাম পালন করছেন ?



আমরা আজকাল ইসলামকে শুধুই নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। মসজিদে গিয়ে একটু নামাজ পড়লেই মনে হয়, আমাদের সব দায়িত্ব শেষ। কিন্তু ইসলাম কি কেবল এটাই শিখিয়েছে? ইসলাম কি শুধুই মসজিদে যাওয়া আর নামাজ পড়ার জন্য এসেছে? এখানে একটি বড় প্রশ্ন সামনে আসে: আমরা কি সত্যিকার অর্থে ইসলাম পালন করছি?


যখন আমরা রাসূলের (ﷺ) জীবনের দিকে তাকাই, দেখি কত সংগ্রাম, কত কষ্ট, কত অত্যাচার সহ্য করেছেন ইসলাম প্রচার করতে। তাঁর উপর কত জুলুম করা হয়েছে, তাঁর সাহাবিদের  উপর কী কঠোর অত্যাচার চালানো হয়েছে ইসলাম গ্রহণের জন্য। সাহাবিরা সেই অত্যাচার সহ্য করে ধৈর্যের সঙ্গে ইসলামের পথে অগ্রসর হয়েছেন। তারপর আছে ইসলামের চার ইমাম, যারা ইসলামের মূলনীতি প্রতিষ্ঠার জন্য কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন।



ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাহাবিদের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সংগ্রামমুখর। ১৩ বছর মক্কায় যে নির্যাতন তাঁরা সহ্য করেছেন, তা কি আমরা ভুলে যেতে পারি? হিজরতের কষ্ট, মদিনায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠার লড়াই—এইসব ছিল ইসলামের প্রকৃত চেহারা। কুরআন ও হাদিসে রয়েছে অসংখ্য উদাহরণ, যেখানে সাহসিকতার গল্প ছড়িয়ে আছে।


কিন্তু আজ যখন আমরা নিজেদের দিকে তাকাই, দেখি আমাদের জীবনে কোনো কষ্ট নেই, কোনো নির্যাতন নেই। তাহলে আমরা কোন ইসলাম পালন করছি? আমরা কি সত্যিই ইসলামের প্রকৃত পথ ধরেছি? আমরা কি শুধু নামাজ পড়ে নিজেদেরকে ধোঁকা দিচ্ছি না? ইসলাম তো কেবল নামাজ আর রোজা নয়, এটি একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা। রাষ্ট্র, সমাজ, অর্থনীতি—প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাদের জন্য সুনির্দিষ্ট বিধান দিয়েছেন।


আজকের সমাজে দেখুন, সবকিছু চালাচ্ছে একদল মানুষ, যারা নীতি-আদর্শহীন। অর্থনীতি চলছে সুদের ওপর, সমাজ চলছে পাশ্চাত্যের আদর্শে। আর আমরা খুশি হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজেদের মুসলিম বলে ভাবছি। কিন্তু এই নামাজ দিয়ে কি হবে? এর উত্তর আপনারাই দিন।


আজ সমাজে দুর্নীতিগ্রস্ত, নীতিহীন মানুষদের হাতে ক্ষমতা। তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে—অর্থনীতি, সমাজ, শিক্ষাব্যবস্থা—সবকিছু তাদের দখলে। তাহলে আমরা কেমন মুসলিম, যাদের এইসব নিয়ে কোনো চিন্তা নেই?


বাংলাদেশের মেয়েরা কলেজ-ইউনিভার্সিটিতে পড়তে গেলে পর্দা করতে গিয়ে কতোটা বাধার সম্মুখীন হয়, তাও কি আমরা দেখছি না? এইসবের কোনো উত্তর কি আমাদের আল্লাহর কাছে দিতে হবে না? আমি যখন নিজের দিকে তাকাই, দেখি আমরা আসলেই কাপুরুষ। আমাদের দুনিয়া আর জীবনের প্রতি এত মায়া, অথচ জান্নাত পেতে চাই বিনা পরিশ্রমে! আল্লাহর পথ কি এত সহজ হবে?


একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হতে গেলে দিনরাত পরিশ্রম করতে হয়, আর আমরা জান্নাত পেয়ে যাবো শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েই? আল্লাহ তো আমাদের সম্পর্কে বলেছেন, আমরা ক্ষতির মুখে আছি। জানি না, আমাদের ঘুম কবে ভাঙবে।


একটা জিনিস আমি স্পষ্ট বুঝে গেছি, ইতিহাস আর বর্তমানের আলেমদের দিকে তাকালে দেখি, যারা আল্লাহর বিধান মেনে চলার কথা বলেছে, তাদের উপরই এসেছে কঠিন নির্যাতন। 


আমি যতদূর বুঝেছি, আমরা যে ইসলাম পালন করছি, তা আসলে নিজেদের ধোঁকায় ফেলার চেয়ে বেশি কিছু নয়। আমাদের উচিত সমাজকে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। আল্লাহর বিধান তো মিথ্যা হতে পারে না। তিনি বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালন করতে হবে।


আপনি বলতে পারেন, আমি কি খিলাফতের কথা বলছি? এর উত্তর আমার কাছে নেই। বর্তমানে কীভাবে এটি প্রতিষ্ঠিত হবে, সেই পথ আমি জানি না। তবে এটুকু জানি, আমরা ভুল পথে আছি। আমরা এমন মুসলিম, যাদের দেখলে কেউ ভয় পায় না। আমাদের এমন হওয়া উচিত ছিল যে মানুষ আমাদের ন্যায়বোধ আর সততার কাছে কাঁপবে।


কিন্তু আমরা কেমন মুসলিম? আমরা দুর্নীতিবাজদের সঙ্গে হাসিমুখে চলি, ঘুষখোরদের সঙ্গে সম্পর্ক রাখি। এসব ভেবে আমার মাথায় কিছুই আসে না। মুসলিম মানেই তো সত্যবাদিতা। মানুষ সত্যিকারের মুসলিমকে দেখলে ভয়ে কাঁপবে। কিন্তু আজ আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি আর রাস্তার কুকুরও আমাদের দেখে ভয় পায় না।


একটু ভেবে দেখুন...


Post a Comment

0 Comments